অবশেষে মাঠে ফিরলো দেশের ক্রিকেট। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে করোনার পর আবার প্রতিযোগিতামূলক ঘরোয়া ক্রিকেট মাঠে গড়ালো।
রোববার এই ওয়ানডে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেট।
ম্যাচ শুরুর আগে স¤প্রতি করোনার কারণে যে সকল ক্রিকেট ব্যক্তিত্ব মারা গেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর দুই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।