
যশোর অফিস
যশোর শহরের ঘোপে নূরনবী নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আহতের মা তারা বেগম নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এ মামলা করেন।
আসামিরা হলেন, শহরের ঘোপ বুড়ির বাগান এলাকার ফারুক ফারাজীর ছেলে মাসুম ফারাজী, টাক বাবুর ছেলে নয়ন হোসেন, জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল হোসেন, আলমগীর হোসেনের ছেলে রেজোয়ান হোসেন, আক্তার হোসেনের ছেলে সুজন হোসেন, একই এলাকার হুদয়, অনিক, রবের ছেলে রাজ ও ঝন্টুর ছেলে শিশির।
বাদী মামলায় বলেছেন, তার ছেলে নূর নবীর সাথে আসামিদের পূর্ব বিরোধ চলে আসছিল। সেকারণে আসামিরা নূর নবীকে খুন জখমের হুমকি দিয়ে আসছিল। তারই জের ধরে গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে বাদীর ছেলে নূর নবীকে ঘোপ বউ বাজার বনফুল স্কুলের সামনে দেখা মাত্র তার পথরোধ করে। এপরে চাকু দিয়ে তার শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। নূর নবীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আবারো হত্যার হুমকি দিয়ে তার কাছে থাকা সাড়ে ১৩ হাজার টাকা নিয়ে আসামিরা চলে যায়।