
রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গত ২৩ জুন সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্যা আরিফুর রহমান, ফ,ম আলাউদ্দীন মাহমুদ, মোর্শেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক এসএম হাবীব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর শেখ, আওয়ামীলীগ নেতা প্রভাষক মোল্যা ওয়াহিদুজ্জামান, বিনয় কৃষ্ণ হালদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান বাবু, যুবলীগ নেতা বাদশা মিয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মান্নান শেখ প্রমূখ। অপরদিকে রূপসায় শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭৩ পাউন্ড কেক কেটে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে গত ২৩ জুন সকালে একটি মোটর সাইকেল শোভাযাত্রা শ্রীফলতলা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং বিকালে শ্রীফলতলা ইউনিয়ন পরিষদে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার। যুবলীগ নেতা জাফর সরদারের পরিচালনায় বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম সরদার, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, জিয়াউল ইসলাম বিশ্বাস, শিরিনা আক্তার, রাবেয়া সুলতানা, আওয়ামীলীগ নেতা আঃ গনি মল্লিক, শুভংকর বসু শিবে, আসমা বেগম, ইয়াদ আলী সরদার, ছাত্রনেতা জুয়েল সরদার, সাব্বির আহম্মেদ, সাজ্জাদ হোসেন সাজু, রাসেল, কৃষকলীগ নেতা মোতাহার সরদার, সোহেল সরদার প্রমূখ।