যশোর অফিস
পূর্বশত্রুতার জেরে বেনাপোল পোর্টধানাধীন আমড়াখালী এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পরিবহন শ্রমিক নেতা নুর আলম নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে ৫জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে পলিশ। রবিবার (২৮ আগস্ট) রাতে বেনাপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ড আমড়াখালী গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নিহতের বড় ভাই শাহ আলম বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারে দু’পক্ষের মারামারি চলাকালীন সময়ে একদল যুবক লাঠি সোটা নিয়ে ভ‚ক্তভোগীদের ঘরবাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর করে। এসময় ৫ জন গুরুতর আহত হন, আশঙ্কাজনক আমার ছোট ভাই নুর আলম সকালে খুলনা হাসপাতালে মারা গেছে।
এ বিষয়ে বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ভুইয়া বলেন, গত ২৮ আগস্ট রাতে আধিপত্য বিস্তারে দু’পক্ষের মারামারি হয়। এসময় ৫ জন গুরুতর আহত হন, তারমধ্যে নুর আলম নামে একজন পরিবহন শ্রমিক নেতা খুলনা হাসপাতালে মারা যান। এসময় ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে। সংঘর্ষের কারন ও হামলাকারীদের শনাক্তে বেনাপোল পোর্টথানা পুলিশ কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে পুলিশ মোতায়েন রয়েছে।
বেনাপোলে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পরিবহন শ্রমিক নেতা নিহত, আটক ৩
Leave a comment