
বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ “বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা” শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে সোমবার বেলা আড়াইটায় অডিটরিয়ামে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৩ আসনে নৌকার প্রার্থী এস এম কামাল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।
এস এম কামাল হোসেন বলেন, “আমি চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়তে চাই। সেবক হিসেবে সকলের পাশে থাকতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সততার সাথে কাজ করতে চাই। ”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, সিই বিভাগের প্রফেসর ড. সজল কুমার অধিকারী, সিএসই বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, সিই বিভাগের প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন। সুধী সমাবেশে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীসহ কুয়েট সংলগ্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

