
তালা প্রতিনিধি: তালায় কিশোর কিশোরীদের অংশগ্রহণে ইউনিয়নভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচির আওতায় ও পিকেএসএফের সহযোগিতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নগরঘাটা ইউনিয়নের বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চিত্রাংকন, মুষ্টি যুদ্ধ ও সংগীত ইভেন্টে শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল আলম বাবুলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এসএম নাহিদ হাসান, প্রোগ্রাম অফিসার মো. ফারুক হোসেন, শিক্ষক শেখ কামরুজ্জামান রিকু, ইয়াসমিন সুলতানা, জহির উদ্দিন আনসারী, তপন কুমার মালাকত প্রমুখ।