পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা
পাইকগাছায় এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের বাংলা ২য় পত্র এবং দাখিল গণিত পরীক্ষায় ৪২ জন অনুপস্থিত, অসদুপায় অবলম্বনের জন্য ৩ পরীক্ষার্থী বহিস্কার, দ্বায়িত্বে অবহেলা ও অনৈতিককাজে সম্পৃক্ত থাকায় ৩ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি এবং কয়েকটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে হাবিবনগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্র গণিত পরীক্ষা চলাকালীন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ও পাইকগাছা আলীম মাদ্রাসায় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: ঈমান উদ্দিন পৃথক পৃথক ভাবে এদের কে বহিস্কার করেন। জানা যায়, চলতি এসএসসি পরীক্ষার ২য় দিনে বাংলা ২য় পত্রে উপজেলার ১০টি কেন্দ্রে এসএসসি সাধারণ পরীক্ষার ৭টি, এসএসসি ভোকেশনাল পরীক্ষার ১টি ও গণিত দাখিল পরীক্ষার ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অফিসার মমতাজ বেগম জানান, ২য় দিনে এসএসসি সাধারণ শাখায় ২ হাজার ৫৬১ জন, দাখিল পর্যায়ে ৪১৩ জন এবং ভোকেশনাল পর্যায়ে ১২১ জনসহ মোট ৩ হাজার ৯৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ১৩৭ জন, অনুপস্থিত মোট ৪২ জন। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, নির্বাহী অফিসার মমতাজ, এ্যাসিল্যান্ড এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদসহ দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পাইকগাছায় এসএসসি পরীক্ষার ২য় দিন ৪২ অনুপস্থিত, ৩ বহিস্কার
Leave a comment