জন্মভূমি রিপোর্ট
দফায় দফায় বৈঠকের পরও সমঝোতা না হওয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা বেড়েই চলেছে। ডা: বাহারুল আলম প্যানেল এবং ডা: হামিদ আজগার প্যানেল এখন বিভিন্ন হাসপাতাল চেম্বার এবং ক্লিনিকে তাদের প্যানেল পরিচিতি নিয়ে ব্যস্ত রয়েছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যাশা উভয় প্যানেলের। আবার উভয় প্যানেলই স্বাধিনতা চিকিৎসক পরিষদ (স্বাপিচ) সমর্থিত। এসব নিয়ে বিপাকে রয়েছেন সাধারণ চিকিৎসকরা।
সমঝোতা না হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ পন্থি দুটি প্যানেল নির্বাচনে মুখোমুখি হয়ে পড়েছেন। বিএনপি পন্থি চিকিৎসকরা নির্বাচনে অংশ না নিলেও তারা ভোট দিবেন। সেক্ষেত্রে তারা কোন দিকে ঝুঁকবেন এ নিয়েও প্রার্থী সমর্থকদের মধ্যে জল্পনা কল্পনার শেষ নেই। ৩০ আগস্ট ছিল মনোনয়ন পত্র প্রত্যাহরের শেষ দিন। এদিনে রাত নয়টার পর সমোঝতার জন্য দুই পক্ষ বৈঠকে বসেন। কোন সমঝোতায় আসতে না পারায় উভয় প্যানেলই নির্বাচনে লড়ছেন। দুই পক্ষ পূর্ণ প্যানেলে প্রার্থী দিতে সক্ষম হয়েছে। একটি প্যানেলে রয়েছেন বর্তমান সভাপতির দায়িত্বে থাকা ডা: বাহারুল আলম। তার প্যানেলে সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নতুন নেতৃত্বের ব্যক্তিত্ব ডা: জিল্লুর রহমান তরুণ আর কোষাধ্যক্ষ পদে লড়ছেন ডা: প্রশান্ত কুমার বিশ্বাস।
অন্য প্যানেলে সভাপতি হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন সিনিয়ার চিকিৎসক হামিদ আজগার। তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে লড়ছেন ডা: মেহেদী নেওয়াজ। তিনি ডাক্তার বাহারুল আলমের পরিষদে বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ প্যানেলে কোষাধক্ষ পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ডা: কুতুবুদ্দিন মল্লিক। আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেেেক বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
বিএমএ খুলনা নির্বাচন: প্যানেল পরিচিতি নিয়ে ব্যস্ত দুই প্যানেল
Leave a comment