
বিজ্ঞপ্তি : মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম কামরুল ইসলাম কুটুর ২০তম শাহাদাৎবাষির্কী উপলক্ষে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংগঠনের কার্যালয়ে সকাল ১০টায় তার স্বরণে মহানগর শ্রমিক লীগের উদ্যেগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভায় দোয়া পরিালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান।
উক্ত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মল্লিক নওশের আলী, কাজী আব্দুল ওহাব, মো: আব্দুর রহিম খান, কিংকর সাহা, মো: আলমগীর মল্লিক, মো: আজিম উদ্দিন, মো: নুর ইসলাম, কাজী রফিকুল ইসলাম বারী, সঞ্জয় কর্মকার, প্রশান্ত কুমার ঘোষ, মো: সেলিম ফরাজী, মো: তৈয়বুর রহমান, আকরাম শিকদার, খোকন শীল কুটি, মো: রেজাউল করিম, মানু সাহা, অসিম পাল, প্রবির পালসহ প্রমুখ। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ কামরুল ইসলাম কুটুর আত্মার মাগফিরাত কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করা হয়।