যশোর অফিস : কেশবপুরের দশকাহুনিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল আজিজের ঘর ভাংচুর ও গরু লুটের অভিযোগে উঠেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।
আব্দুল আজিজের ছেলে রবিউল ইসলাম জানিয়েছেন, একই গ্রামের মৃত কাওছার শেখের ছেলেদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে আদালতে মামলা করা হয়। এ মামলার আদেশ তাদের পক্ষে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মৃত কাওছার শেষের তিন ছেলে শাহাজান, তবিবুর, মোস্তাফিজুর, খবির উদ্দিনের ছেলে আক্তারুজ্জামানসহ ৪/৫ জন সকালে তাদের দখলীয় জমির ঘর ভাংচুর কারে। এ সময় বাধা দিতে গেলে তারা হত্যার উদ্দ্যেশে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে ধাওয়া করে তাড়িয়ে দেয়। এরপর ঘরের যাবতীয় মালামালসহ টিন, বাশ, বেড়া খুলে নিয়ে যায়। এপর তারা তাদের দুইটি গরু নিয়ে গেছে বলে তিনি জানান। পরে প্রতিবেশীরা এগিয়ে আসলে এ জমিতে গেলে তাদের খুন জখম করবে বলে হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়দের মাধ্যমে ঘরের মালামাল ও গরু উদ্ধারে ব্যর্থ হওয়ায় তিনি আইনের আশ্রয় নিবেন জানিয়েছেন।