তালা প্রতিনিধি : তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৭নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পথসভা ও মিছিলের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তালা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে তিন রাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। তালা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর এড. মশিয়ার রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা কবিরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা শাখার সভাপতি মাষ্টার আমিনুর রহমান প্রমুখ।