শেখ মোহাম্মদ আলী
বঙ্গোপসাগরে আবার লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর ৩নং সর্তকতা সংকেত জারী করেছে। সাগর উত্তাল হতে শুরু করায় গভীর সাগরে মাছ ধরারত ফিশিং ট্রলারবহর উপকূলের দিকে নিরাপদ আশ্রয়ে ছুটে আসছে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে বাগেরহাটের কচুয়া এলাকার ফিশিংবোট “এফবি সাব্বির”এর মালিক মোঃ মিজানুর রহমান দুবলারচরের ভেদাখালী থেকে মোবাইল ফোনে জানান, বৃহস্পতিবার দুপুরে সাগরের আবহাওয়া খারাপ হয়েছে। গভীর সাগরে মাছ ধরারত ফিশিংবোটগুলো উপকূলের দিকে ছুটে আসছে এবং দুবলারচরের খালে আশ্রয় নিচ্ছে।
পূর্ব সুন্দরবন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মোবাইল ফোনে জানান, আবহাওয়া খারাপ হওয়ায় গভীর সাগর থেকে ফিশিং ট্রলার উপকূলের দিকে ফিরে আসছে এবং সন্ধ্যা পর্যন্ত দুবলা অফিস কেল্লা ও মাঝেরকেল্লার সামনে ৬০/৬৫ টা ফিশিং ট্রলার এসে নোঙর করেছে।